আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৮১৫
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর সিঙ্গা লাগানো এবং নির্গত রক্ত দাফন করার বর্ণনা
৮১৫। হযরত আয়েশা সিদ্দীকা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) যখন সিঙ্গা লাগাতেন কিংবা লোম পরিষ্কার করতেন কিংবা নখ কাটতেন তখন এগুলিকে বাকী গোরস্তানে পাঠিয়ে দাফন করিয়ে নিতেন।
أبواب الكتاب
ذِكْرُ حِجَامَتِهِ وَدَفْنِهِ دَمَهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
815 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ سَعِيدٍ، نَا الْحَسَنُ بْنُ نَاصِحٍ الْمُخَرِّمِيُّ، نَا يُوسُفُ بْنُ زِيَادَةَ، نَا يَعْقُوبُ بْنُ الْوَلِيدِ الْأَزْدِيُّ، نَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا احْتَجَمَ، أَوْ أَخَذَ مِنْ شَعْرِهِ، أَوْ مِنْ ظُفْرِهِ، بَعَثَ بِهِ إِلَى الْبَقِيعِ فَدَفَنَهُ

হাদীসের ব্যাখ্যা:

উপরোক্ত হাদীসের আলোকে বোঝা যায় যে, মানব দেহের পরিত্যক্ত অংশগুলো যথা—নির্গত রক্ত, লোম, নখ ইত্যাদি যত্রতত্র ফেলার পরিবর্তে কোথাও দাফন করে দেওয়া উত্তম। বাহ্যিকভাবে এর দু'টি কারণ দেখা যায়। প্রথমত, পরিত্যক্ত অংশ যেহেতু মানব দেহেরই অংশ বিশেষ। কাজেই গোটা দেহের জন্য সাধারণত যে নীতির অবলম্বন করা হয় অর্থাৎ সসম্মানে দাফন করা। তেমনি এ অংশকেও দাফন করে নেওয়া চাই। দ্বিতীয়ত, এ সব পরিত্যক্ত জিনিস পরিবেশের উপর বিরূপ প্রভাব বিস্তার করতে পারে এবং মানুষের জন্য কষ্টের উদ্রেক করতে পারে। কাজেই পরিবেশ সুস্থ রাখা এবং মানুষের কষ্ট দান থেকে বিরত থাকার স্বার্থে এগুলিকে কোথাও ভূগর্ভস্থ করে নেওয়াই উত্তম।