আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৮১৪
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর সিঙ্গা লাগানো এবং নির্গত রক্ত দাফন করার বর্ণনা
৮১৪। হযরত মুসা ইব্‌ন উক্‌বা (র) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হযরত বিশ্র ইব্‌ন সাঈদ (রা)-কে বলতে শুনেছি যে, তিনি হযরত যায়দ ইব্‌ন সাবিত (রা)-কে বলতে শুনেছেন, আমি নবী (ﷺ)কে মসজিদে (একজনকে দিয়ে নিজ শরীরে) সিঙ্গা লাগাতে দেখেছি ।
أبواب الكتاب
ذِكْرُ حِجَامَتِهِ وَدَفْنِهِ دَمَهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
814 - حَدَّثَنَا عَبْدَانُ، نَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عِيسَى، نَا عَبْدُ الْمَلِكِ بْنُ مَسْلَمَةَ الْقُرَشِيُّ الْمِصْرِيُّ، نَا الْمُنْذِرُ بْنُ عَبْدِ اللَّهِ الْحِزَامِيُّ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، قَالَ: سَمِعْتُ بُسْرَ بْنَ سَعِيدٍ، يَقُولُ: سَمِعْتُ زَيْدَ بْنَ ثَابِتٍ، يَقُولُ: رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ احْتَجَمَ فِي الْمَسْجِدِ

হাদীসের ব্যাখ্যা:

আলোচ্য হাদীসের আলোকে বোঝা যায় যে, মসজিদের ভিতর সিঙ্গা লাগানোর মধ্যে কোন দোষ নেই। শর্ত হলো তাতে যেন মসজিদ অপবিত্র হওয়ার আশংকা না থাকে। আরব দেশে প্রাচীনকাল থেকেই বিভিন্ন রোগব্যাধি থেকে উপশমের জন্য সিঙ্গা লাগানোর প্রচলন ছিল। সিঙ্গা লাগানোর দ্বারা শরীরের ভিতর থেকে দূষিত রক্ত বের করা হয়। তাতে একদিকে শারীরিক জ্বালা-পোড়া কমে যায় এবং অনেক রোগ নিরাময় হয়। আবার অন্যদিকে মন-মানসিকতায় প্রফুল্লতা সৃষ্টি হয়ে থাকে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান