আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৮১৩
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর নাভীর নীচের পশম পরিষ্কারের বর্ণনা
৮১৩। হযরত আনাস ইব্‌ন মালিক (রা) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) (নাভীর নীচের) লোম পরিষ্কারের জন্য চুনা কিংবা কোন লোমনাশক ব্যবহার করতেন না। বরং লোম বেড়ে উঠলে তিনি ক্ষুর দিয়ে পরিষ্কার করে নিতেন।
أبواب الكتاب
ذِكْرُ حَلْقِهِ شَعَرَ عَانِتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
813 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ الْحَسَنِ، نَا أَبُو عَمَّارٍ الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ، نَا عَلِيُّ بْنُ الْحَسَنِ بْنِ شَقِيقٍ، عَنْ أَبِي حَمْزَةَ، عَنْ مُسْلِمٍ الْمُلَائِيِّ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ لَا يَتَنَوَّرُ، فَإِذَا كَثُرَ شَعْرُهُ حَلَقَهُ

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীসের আলোকে বোঝা যায় যে, পুরুষদের জন্য বিনা প্রয়োজনে নাভীর নিচের লোম পরিষ্কার করার জন্য কিংবা অন্য কোন লোমনাশক ব্যবহারের তুলনায় মুণ্ডন করে নেওয়া উত্তম।
tahqiqতাহকীক:তাহকীক চলমান