আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৭৯৯
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর মিষ্টি ভাষণ ও শুভ লক্ষণ গ্রহণের প্রতি অনুরাগের বর্ণনা
৭৯৯। হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) মন্দ নাম পরিবর্তন করে কোন ভাল নাম রেখে দিতেন।
أبواب الكتاب
ذِكْرُ مَحَبَّتِهِ لِلْفألِ وَالْحَسَنِ مِنَ الْقَوْلِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
799 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ مَنْدَهْ، نَا أَحْمَدُ بْنُ الْمِقْدَامِ، نَا عُمَرُ بْنُ عَلِيٍّ الْمُقَدَّمِيُّ، قَالَ: سَمِعْتُ هِشَامَ بْنَ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُغَيِّرُ الِاسْمَ الْقَبِيحَ إِلَى الِاسْمِ الْحَسَنِ
হাদীসের ব্যাখ্যা:
উপরোক্ত হাদীসের আলোকে বোঝা যায় যে, কারোর নাম যদি মন্দ হয় কিংবা অর্থহীন হয় তা হলে সেটি পরিবর্তন করার মধ্যে কোন লজ্জা নেই। ভাল নামকে সর্বদা ভালই বলা হয় । আর মন্দ নাম সব সময়ই অপছন্দনীয় বলে বিবেচিত থাকে। উপরোক্ত মন্দ নামকে পরিবর্তন করে কোন একটি ভাল নাম গ্রহণ করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর একটি সুন্নত এবং ব্যক্তির নিজের একটি রুচিশীলতাও বটে।