আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৭৯৮
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর মিষ্টি ভাষণ ও শুভ লক্ষণ গ্রহণের প্রতি অনুরাগের বর্ণনা
৭৯৮। হযরত উকবা ইব্ন আমির (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন, আমাদের এ উনী থেকে দুধ দোহন করে কে দিতে পার? তখন এক ব্যক্তি দাঁড়িয়ে গেল। নবী (ﷺ) তাকে বললেন, তোমার নাম কি? সে উত্তর করলো, আমার নাম সাখার (সাখার শব্দের অর্থ হলো পাথর)। নবী (ﷺ) বললেন, তুমি বস। তারপর আবার জিজ্ঞেস করলেন, আমাদের এই উটনী থেকে কে দুধ দোহন করে দিতে পারো? তখন আরেক ব্যক্তি দাঁড়ালো। নবী (ﷺ) বললেন, তোমার নাম কি? লোকটি বললো, আমার নাম “ইয়ায়িশ' (অর্থ হলো বেঁচে থাক)। নবী (ﷺ) (তার নামের শুভলক্ষণ গ্রহণপূর্বক) বললেন, যাও তুমি দুধ দোহন করে আনো।
أبواب الكتاب
ذِكْرُ مَحَبَّتِهِ لِلْفألِ وَالْحَسَنِ مِنَ الْقَوْلِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
798 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ مَعْدَانَ، نَا حَمْزَةُ بْنُ نُصَيْرٍ الْعَسَّالُ، نَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ الْمُغِيرَةِ، نَا مُوسَى بْنُ عَلِيِّ بْنِ رَبَاحٍ، عَنْ أَبِيهِ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ يُبَلِّغُنَا لِقَحْتَنَا هَذِهِ؟ فَقَامَ رَجُلٌ، فَقَالَ لَهُ: مَا اسْمُكَ؟ قَالَ: صَخْرٌ قَالَ: اجْلِسْ، ثُمَّ قَالَ: مَنْ يُبَلِّغُنَا لِقْحَتَنَا هَذِهِ؟ فَقَامَ رَجُلٌ، فَقَالَ: مَا اسْمُكَ؟ قَالَ: يَعِيشُ قَالَ: احْلِبْ
বর্ণনাকারী: