আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৭৯২
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর মিষ্টি ভাষণ ও শুভ লক্ষণ গ্রহণের প্রতি অনুরাগের বর্ণনা
৭৯২। কাছীর ইব্‌ন আব্দুল্লাহ্ ইব্‌ন আমার ইব্‌ন আউফ (রা) তাঁর পিতা থেকে, তিনি তাঁর দাদা থেকে, তিনি নবী (ﷺ) থেকে বর্ণনা করেন যে, একবার নবী (ﷺ) এক লোককে বলতে শুনেছেন যে, সে বলছে, সবুজ ও সজীব জিনিসটি তুলে নাও। তখন নবী (ﷺ) বললেন, হ্যাঁ, আমরা হাযির (অর্থাৎ আমরা সবুজ সজীব অঞ্চল বিজয়ের জন্যই উপস্থিত হয়েছি) আমরা তোমার মুখ থেকে পাওয়া কথাটি থেকে শুভলক্ষণ গ্রহণ করছি। কাজেই আমাদেরকে শস্য শ্যামল এলাকার দিকে নিয়ে চলো। সে মতে সকলেই সেখানে গিয়ে পৌঁছল। তারপর কোষ থেকে তরবারি বের করে আনারও প্রয়োজন হয়নি। শেষ পর্যন্ত সে অঞ্চলটি (বিনা যুদ্ধে) নবী (ﷺ) জয় করে নেন।
أبواب الكتاب
ذِكْرُ مَحَبَّتِهِ لِلْفألِ وَالْحَسَنِ مِنَ الْقَوْلِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
792 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ الْحَارِثِ، نَا مُحَمَّدُ بْنُ بَكَّارٍ الصَّيْرَفِيُّ، نَا ابْنُ أَبِي فُدَيْكٍ، عَنْ هَارُونَ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ كَثِيرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ عَوْفٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنِ النَّبِيِّ، صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَنَّهُ سَمِعَ رَجُلًا يَقُولُ هَا خَضِرَةٌ، فَقَالَ: يَا لَبَّيْكَ، نَحْنُ أَخَذْنَا فَالَكَ مِنْ فِيكَ، اخْرُجُوا بِنَا إِلَى خَضِرَةٍ، فَخَرَجُوا إِلَيْهَا فَمَا سَلَّ فِيهَا سَيْفٌ حَتَّى أَخَذَهَا

হাদীসের ব্যাখ্যা:

উপরোক্ত হাদীসটি একটি বিস্তারিত ঘটনার একাংশ। এ ঘটনা ইসলামের সর্বপ্রথম যুদ্ধ তথা ওয়াদ্দান যুদ্ধকালে ঘটেছিল। ওয়াদ্দান যুদ্ধকে 'আবওয়ার যুদ্ধ' নামেও অভিহিত করা হয়। ঘটনাটি ছিলো নিম্নরূপঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরাইশদের মুকাবিলা করার জন্য তথায় যাত্রা করছিলেন। পথে জনৈক ব্যক্তির মুখ থেকে তিনি শুনতে পেলেন যে, সে বলছে, সবুজ ও সজীব জিনিসটিকে নিয়ে নাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এ শব্দগুলিকে শুভ লক্ষণের পরিচায়ক বলে অভিহিত করলেন। সে মতে তিনি যখন রণক্ষেত্রে উপস্থিত হন তখন কোন যুদ্ধ ও রক্তপাত ব্যতিরেকেই বিজয় অর্জন করেন। অমুসলিমরা যেন সেই শস্য শ্যামল এলাকাটি নিজ থেকেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর হাতে ন্যস্ত করে দিল।
tahqiqতাহকীক:তাহকীক চলমান