আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৭৯১
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর মিষ্টি ভাষণ ও শুভ লক্ষণ গ্রহণের প্রতি অনুরাগের বর্ণনা
৭৯১। হযরত আব্দুল্লাহ্ ইব্ন উমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূলুল্লাহ্ (ﷺ) একটি শব্দ শুনতে পেলেন। শব্দটি তাঁর কাছে খুবই ভাল লেগেছিল। অতএব তিনি ইরশাদ করলেনঃ আমি তোমার ব্যাপারে (তোমার মুখ থেকে পাওয়া শব্দ থেকে) শুভলক্ষণ গ্রহণ করে রেখেছি।
أبواب الكتاب
ذِكْرُ مَحَبَّتِهِ لِلْفألِ وَالْحَسَنِ مِنَ الْقَوْلِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
791 - حَدَّثَنَا أَبُو بَكْرٍ الْبَزَّارُ، نَا أَحْمَدُ بْنُ الْمُعَلَّى أَبُو بَكْرٍ الْآدَمَيُّ، نَا حَفْصُ بْنُ عَمَّارٍ، نَا مُبَارَكُ بْنُ فَضَالَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَمِعَ كَلِمَةً فَأَعْجَبَتْهُ، فَقَالَ: أَخَذْنَا فَالَكَ مِنْ فِيكَ
হাদীসের ব্যাখ্যা:
এই হাদীস থেকে বোঝা যায় যে, মানুষকে কথা বলা ও কথোপকথনের সময় অবশ্যই খেয়াল রাখা চাই যে, নিজের অলক্ষ্যে মুখ থেকে যেন কোন শ্রুতিকটু শব্দ বেরিয়ে না আসে। সুন্দর শব্দ ও সুন্দর কথা বলার দ্বারা সুন্দর ও শুভলক্ষণ গ্রহণ করা হয়। মুখে শ্রুতিকটু শব্দের ব্যবহার কিংবা কটুবাক্য কিংবা গালি-গালাজ ইত্যাদি ভাল কাজ নয়। বাক্যালাপের ক্ষেত্রে এগুলি অপছন্দনীয় ও দোষের বিষয়।