আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৭৯০
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর মিষ্টি ভাষণ ও শুভ লক্ষণ গ্রহণের প্রতি অনুরাগের বর্ণনা
৭৯০। হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, নবী (ﷺ) কে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলাল্লাহ! শুভলক্ষণ কী? নবী (ﷺ) বললেন, শুভলক্ষণ হলো এমন শব্দ যা সুন্দর ও সঠিক । অর্থাৎ যা অর্থপূর্ণ শব্দ ।
أبواب الكتاب
ذِكْرُ مَحَبَّتِهِ لِلْفألِ وَالْحَسَنِ مِنَ الْقَوْلِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
790 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى الْمَوْصِلِيُّ، نَا مُعَلَّى بْنُ مَهْدِيٍّ، نَا أَبُو عَوَانَةَ، عَنْ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قِيلَ: يَا رَسُولَ اللَّهِ، مَا الْفَأْلُ؟ قَالَ: الْكَلِمَةُ الطَّيِّبَةُ الصَّالِحَةُ

হাদীসের ব্যাখ্যা:

উপরোক্ত হাদীস থেকে এ কথা সুস্পষ্ট বোঝা যাচ্ছে যে, সুন্দর শব্দ ও অর্থপূর্ণ শব্দ হলো শুভলক্ষণ ও শুভ ফলাফল গ্রহণের উপকরণ। কাজেই সর্বদা সুন্দর ও অর্থপূর্ণ শব্দের ব্যবহার করা চাই।
tahqiqতাহকীক:তাহকীক চলমান