আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৭৮৬
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর উপবেশন, হেলান দেয়া ও চাদর মুড়ি দেওয়া ও পথ চলার বর্ণনা
৭৮৬। আবূ ইউনুস (র) হযরত আবূ হুরায়রা (রা)-কে বলতে শুনেছেন, তিনি বলেন, আমি নবী (ﷺ) অপেক্ষা অধিক সুন্দর ও সুশ্রী কোন মানুষ দেখিনি। (তাঁর সৌন্দর্য ও রূপ ছিল এমন) যেন কোন সূর্য তাঁর ললাটের উপরিভাগ দিয়ে বিচরণ করছে। অনুরূপ আমি নবী (ﷺ) অপেক্ষা অধিক দ্রুতগতিতে পথ চলতে কাউকে দেখিনি। (তাঁর পথ চলাকালে মনে হতো) যেন ভূমিকে তাঁর জন্য সংকুচিত করে দেওয়া হয়েছে।
أبواب الكتاب
ذِكْرُ جُلُوسَهِ وَاتِّكَائِهِ وَاحْتِبَائِهِ وَمَشْيِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
786 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ رَوْحٍ الشَّعْرَانِيُّ، نَا زَيْدُ بْنُ إِسْمَاعِيلَ بْنِ سِنَانٍ، نَا مُجَّاعَةُ بْنُ ثَابِتٍ، نَا ابْنُ لَهِيعَةَ، عَنْ أَبِي يُونُسَ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: مَا رَأَيْتُ أَحْسَنَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَ الشَّمْسَ تَجْرِي فِي جَبِينِهِ، وَمَا رَأَيْتُ أَسْرَعَ مِشْيَةً مِنْهُ، كَانَ الْأَرْضَ تُطْوَى لَهُ

হাদীসের ব্যাখ্যা:

আলোচ্য হাদীসে দু'টি বিষয়ের আলোচনা করা হয়েছে। এক. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর রূপ ও সৌন্দর্যের বিবরণ। দুই. তাঁর পথচলার পদ্ধতি সম্পর্কীয় বর্ণনা। এখানে গ্রন্থকারের প্রধান উদ্দেশ্য হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পথচলার পদ্ধতি সম্পর্কে আলোচনা করা। অবশ্য প্রাসঙ্গিকভাবে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর রূপ ও সৌন্দর্যের কথাটিও বর্ণিত হয়ে গেছে। এ ব্যাপারে যেহেতু পূর্বেই বিস্তারিত আলোচনা করা হয়েছে কাজেই এখানে অতিরিক্ত আলোচনার প্রয়োজন নেই।
হাদীসে উল্লেখিত উক্তি 'ললাটের উপর দিয়ে সূর্য বিচরণ করা' অনুরূপ তাঁর চেহারা মুবারককে চাঁদের সঙ্গে উপমা দেওয়া ইত্যাদির অর্থ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর চেহারা মুবারকের জ্যোতি ও উজ্জ্বলতাকে অতিশয় স্পষ্ট শব্দে রূপকভাবে বর্ণনা করা। ইতিপূর্বে অপর একটি হাদীসে বলা হয়েছিল যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে আনন্দ উদ্দীপক কোন বিষয় সামনে আসলে তাঁর চেহারা মুবারক চাঁদের ন্যায় উজ্জ্বল হয়ে উঠতো। অনুরূপভাবে বর্ণনাকারী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দ্রুত পথ চলাকেও একটি উপমার সাহায্যে তুলে ধরে বলেন, যেন পথটি তাঁর দ্রুত চলার জন্য সংকুচিত করে দেয়া হয়েছিলো। ফলত তিনি সামান্য সময়ে দীর্ঘপথ অতিক্রম করে যেতেন। প্রকাশ থাকে যে, ইতিপূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দ্রুত পথচলার বর্ণনা অনুচ্ছেদে তাঁর দ্রুত পথচলা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আলোচ্য হাদীস দ্বারা এখানে কেবল তাঁর দ্রুতপথ চলার ব্যাপারটি প্রমাণ করাই উদ্দেশ্য। শামায়েলে তিরমিযী গ্রন্থে আলোচ্য হাদীসের শেষাংশে নিম্নোক্ত বাক্যের উল্লেখ পাওয়া যায় : انا لنجهد انفسنا وانه لغير مكترث আমরা তাঁর সঙ্গে হাঁটতে গিয়ে নিজেরা নিজেদেরকে (রীতিমত) কষ্টের মধ্যে ফেলে দিতাম । অথচ তিনি যেন কোন পরোয়াবিহীন স্বাভাবিক গতিতেই হেঁটে চলছেন। (শামায়েলে তিরমিযী)
এ হাদীসের আলোকে বোঝা যায় যে, পায়ে চলাকালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর গতি স্বাভাবিকতার চেয়ে দ্রুত ছিল।
tahqiqতাহকীক:তাহকীক চলমান