আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৭৮৭
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর মিষ্টি ভাষণ ও শুভ লক্ষণ গ্রহণের প্রতি অনুরাগের বর্ণনা
৭৮৭। হযরত আব্দুল্লাহ্ ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) কে সব সময় কাজের মধ্যে শুভ লক্ষণ গ্রহণ করতেন। কখনো অশুভ লক্ষণ গ্রহণ করতেন না । অনুরূপ তিনি সুন্দর ও ভাল নাম পছন্দ করতেন।
أبواب الكتاب
ذِكْرُ مَحَبَّتِهِ لِلْفألِ وَالْحَسَنِ مِنَ الْقَوْلِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
787 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْبَغَوِيُّ، نَا عَلِيُّ بْنُ الْجَعْدِ، نَا أَبُو جَعْفَرٍ الرَّازِيُّ، نَا لَيْثٌ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَفَاءَلُ، وَلَا يَتَطَيَّرُ، وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحِبُّ الِاسْمَ الْحَسَنَ

হাদীসের ব্যাখ্যা:

শুভ লক্ষণ গ্রহণ করার অর্থ হলো মানুষ কখনো কোন ভাল কথা শুনলে তা থেকে একটি ভাল ফলাফলের আশা পোষণ করা। যেমন কেউ কোন কাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হলো। এমন সময় সে কারোর মুখে 'হে মানসুর' বাক্যটি শুনল। হে মানসূর! বাক্যের অর্থ হলো-ওহে সাহায্যপ্রাপ্ত ব্যক্তি! অতএব যাত্রাকারী উপরোক্ত বাক্য থেকে এমন শুভ লক্ষণ গ্রহণ করা যে, আজ তার উদ্দিষ্ট কাজটি অবশ্যই সফল হবে, কাজের ক্ষেত্রে সে সাহায্য-সহযোগিতা লাভ করবে ইত্যাদি। এ ভাবে ভাল কোন আশা পোষণ করাকে শুভলক্ষণ গ্রহণ করা বলে। এ ধরনের কোন শুভলক্ষণ গ্রহণ করা খারাপ নয়। তবে অশুভলক্ষণ গ্রহণ করা ইসলামী শরীয়তে নিষিদ্ধ। যেমন আমাদের সমাজে কোন কোন সংখ্যা (যেমন ১৩ কে অশুভলক্ষণ মনে করা হয়) কিংবা কোন কোন দিন (যেমন শনিবার ও মঙ্গলবার)-কে অশুভ মনে করা হয়। এভাবে অশুভলক্ষণ গ্রহণ করা অজ্ঞতার কাজ। অশুভলক্ষণ দেখে কাজটি পরিত্যাগ করা জায়েয নয়। বরং মহান আল্লাহ্‌র উপর ভরসা রেখে কাজ চালিয়ে যাওয়া চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাল নাম পছন্দ করতেন। কাজেই কারো নাম মন্দ হলে তা বদলিয়ে নেয়া উত্তম।