আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৭৮২
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর উপবেশন, হেলান দেয়া ও চাদর মুড়ি দেওয়া ও পথ চলার বর্ণনা
৭৮২। হযরত রাবীহ্ ইব্ন আব্দুর রহমান ইব্ন আবূ সাঈদ (রা) তার পিতা তার দাদা সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) যখন বসতেন তখন হাঁটু উপরের দিকে তুলে নিতম্বের উপর বসতেন।
أبواب الكتاب
ذِكْرُ جُلُوسَهِ وَاتِّكَائِهِ وَاحْتِبَائِهِ وَمَشْيِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
782 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْحُسَيْنِ بْنِ حَبَّانَ، نَا سَلَمَةُ بْنُ شَبِيبٍ، نَا عَبْدُ اللَّهِ بْنُ إِبْرَاهِيمَ أَبُو مُحَمَّدٍ، عَنْ إِسْحَاقَ بْنِ مُحَمَّدٍ، عَنْ رُبَيْحِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا جَلَسَ احْتَبَى بِثَوْبِهِ
হাদীসের ব্যাখ্যা:
উপরোক্ত হাদীসে বর্ণিত পদ্ধতি হলো উভয় হাঁটু খাড়া করে নিতম্বদ্বয়ের উপর চেপে বসা এবং কোন কাপড়ের দ্বারা হাঁটুর নিম্নভাগ ও কোমর প্যাচ দিয়ে নেওয়া। বসার ক্ষেত্রে যেহেতু এ পদ্ধতিটি ব্যক্তির নিরহংকার ও বিনয়তা প্রকাশ করে সেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীগণ কখনো কখনো এভাবে বসতেন। অবশ্য এ হাদীসের অর্থ এ নয় যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা এভাবেই বসতেন। কেননা এভাবে বসার ব্যাপারটি মূলত অধিকাংশ সময় শরীরের ক্লান্তি দূর করার ও বিশ্রাম গ্রহণের জন্য অবলম্বন করা হয়েছিল। নতুবা তাঁর সাধারণত বসার পদ্ধতি ঐটিই ছিল যেটি আল্লাহ্ পাক সালাতের জন্য মনোনীত করে দিয়েছিলেন। তাছাড়া এভাবে দু'জানু হয়ে বসার মধ্যে ব্যক্তির শিষ্টাচার, গাম্ভীর্য, প্রফুল্লতা ও জাগ্রত মন-মানসিকতা ইত্যাদি গুণ অর্জিত হয়ে থাকে।