আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৭৮১
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর উপবেশন, হেলান দেয়া ও চাদর মুড়ি দেওয়া ও পথ চলার বর্ণনা
৭৮১। হযরত আনাস ইব্ন মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, একবার হযরত সালমান ফারসী (রা) হযরত উমর (রা)-এর দরবারে উপস্থিত হন। হযরত উমর (রা) তখন একটি বালিশের উপর হেলান দিয়ে বসা ছিলেন। তিনি হযরত সালমানকে দেখে তাঁর দিকে বালিশটি বাড়িয়ে দেন। হযরত সালমান (রা) তখন বলে উঠলেন, আল্লাহু আকবার, আল্লাহ্ ও তাঁর রাসূল সত্য কথা বলেছেন। হযরত উমর (রা) বললেন, হে আবূ আব্দুল্লাহ্! আমাদেরকেও হাদীসটি বর্ণনা করে শোনান। তখন হযরত সালমান (রা) বললেন, একদা আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর দরবারে উপস্থিত হলাম। তিনি তখন একটি বালিশের উপর হেলান দিয়ে বসা ছিলেন। আমাকে দেখে নবী (ﷺ) আমার দিকে বালিশটি বাড়িয়ে দেন। তারপর বললেন, হে সালমান! যে মুসলমান অপর কোন মুসলমান ভাইয়ের (সাক্ষাতের জন্য তার) ঘরে প্রবেশ করে আর সে তার সম্মানার্থে নিজের বালিশ বাড়িয়ে দেয়, তা হলে আল্লাহ্ পাক তার গুনাহগুলো ক্ষমা করে দেন।
أبواب الكتاب
ذِكْرُ جُلُوسَهِ وَاتِّكَائِهِ وَاحْتِبَائِهِ وَمَشْيِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
781 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، نَا مُعَلَّى بْنُ مَهْدِيٍّ، نَا عِمْرَانُ بْنُ خَالِدٍ الْخُزَاعِيُّ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، قَالَ: دَخَلَ سَلْمَانُ عَلَى عُمَرَ، وَهُوَ مُتَّكِئٌ عَلَى وِسَادَةٍ، فَأَلْقَاهَا لَهُ، فَقَالَ سَلْمَانُ: اللَّهُ أَكْبَرُ، صَدَقَ اللَّهُ وَرَسُولُهُ، فَقَالَ عُمَرُ: حَدِّثْنَا يَا أَبَا عَبْدِ اللَّهِ، فَقَالَ سَلْمَانُ: دَخَلْتُ عَلَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ مُتَّكِئٌ عَلَى وِسَادَةٍ فَأَلْقَاهَا إِلَيَّ، ثُمَّ قَالَ: يَا سَلْمَانُ، مَا مِنْ مُسْلِمٍ دَخَلَ عَلَى أَخِيهِ الْمُسْلِمِ، فَيُلْقِي لَهُ الْوِسَادَةَ إِكْرَامًا لَهُ إِلَّا غَفَرَ اللَّهُ لَهُ
হাদীসের ব্যাখ্যা:
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর উন্নত চরিত্র এবং তাঁর মনের প্রশস্ততার অনুমান উপরোক্ত হাদীস থেকে খুব সুন্দরভাবে করা যায়। তিনি যে কতো অতিথিপরায়ণ ছিলেন, তাঁর সৌজন্যতা ও উন্নত চরিত্রের উপমা জগতের কোথাও পাওয়া সম্ভব নয়। একজন সাধারণ অতিথির সম্মানে দু'জাহানের সরদার সাইয়্যেদুল মুরসালীন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বালিশ মুবারক বাড়িয়ে দিচ্ছেন। এটি ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সেই আমলী শিক্ষা যা গোটা জগতের গতি- প্রকৃতি বদলিয়ে দিয়েছিলো। সাহাবীগণ তাঁর সে সব আদর্শ হুবহু গ্রহণ করেছিলেন এবং এগুলিকে নিজেদের জীবনে বাস্তবায়ন ও সংরক্ষণ করেছিলেন। যেমন আলোচ্য হাদীসে হযরত উমর (রা)-এর আমল থেকে এ বিষয়টি দিবালোকের মতো প্রকাশ হয়ে গেছে। অতএব বর্তমানে আমাদেরকেও সাহাবীদের ন্যায় নবীজীর আদর্শ পুরোপুরি অবলম্বন করা উচিত। সাহাবীগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর এক একটি সুন্নতকে জিন্দা করেছেন। অনুরূপ আমাদেরকেও তাঁদের ন্যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিপূর্ণ আনুগত্য ও অনুসরণ করা উচিত। তাঁর প্রতিটি সুন্নতকে নিজ নিজ জীবনে বাস্তবায়নের কঠোর চেষ্টা ও সাধনা করা দরকার। আল্লাহ্ তা'আলা আমাদেরকে তাওফীক দিন।