আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৭৮০
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর উপবেশন, হেলান দেয়া ও চাদর মুড়ি দেওয়া ও পথ চলার বর্ণনা
৭৮০। হযরত আয়েশা সিদ্দিকা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী (ﷺ)কে ছবি আঁকা একটি বালিশের উপর হেলান দিয়ে বসতে দেখেছি।
أبواب الكتاب
ذِكْرُ جُلُوسَهِ وَاتِّكَائِهِ وَاحْتِبَائِهِ وَمَشْيِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
780 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ رُسْتَةَ، نَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ الْوَهَّابِ الصَّيْرَفِيُّ، نَا عَبْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُتَّكِئًا عَلَى وِسَادَةٍ فِيهَا صُوَرٌ

হাদীসের ব্যাখ্যা:

উপরোক্ত হাদীসের অর্থ এই নয় যে, প্রাণীর ছবি অংকিত বস্তুর ব্যবহার করা জায়েয। কেননা ছবি অংকন করা, ছবির কেনাবেচা করা, কিংবা ঘরে ঝুলানো ইত্যাদি সব কিছুই শরীয়তে কঠোরভাবে নিষিদ্ধ। কিয়ামতের দিন ছবি অংকনকারীদের সর্বাধিক কঠিন শাস্তি দেয়া হবে। সে ঘরে আল্লাহ্ পাকের রহমতের ফেরেশতা প্রবেশ করেন না যে ঘরে কোন (জীব-জন্তুর) ছবি থাকে । তবে উপরে বর্ণিত হাদীসের প্রেক্ষাপট সম্পর্কে বলা হয় যে, একবার হযরত আয়েশা সিদ্দীকা (রা) ছবি অংকিত কাপড়ের একটি পর্দা ভুলবশত দরজার উপর ঝুলিয়ে দিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাবুকের সফরে ছিলেন। তারপর তিনি তাবুক যুদ্ধ থেকে ফিরে এসে দরজার উপর যখন ছবিযুক্ত পর্দা দেখলেন তখন খুবই অস্বস্তি বোধ করেন এবং পর্দাটি কেটে ফেলে বলেন, কিয়ামতের সবচেয়ে কঠিন শাস্তিপ্রাপ্ত হবে সে সব মানুষ যারা সৃষ্টি কাজে আল্লাহ্ পাকের সদৃশ হওয়ার চেষ্টা করে। (অর্থাৎ যারা ছবি অংকন করে) সে মতে পর্দাটি সরিয়ে ফেলার পর হযরত আয়েশা সিদ্দীকা (রা) কর্তিত অংশ দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জন্য বালিশ বানিয়ে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বালিশ হেলান দিয়ে বসতেন। উপরোক্ত ঘটনা ও বর্ণিত হাদীসের আলোকে আরো প্রমাণিত হচ্ছে যে, ছবি অংকন কিংবা ঝুলানো কিংবা ব্যবহার করা নিষিদ্ধ। তবে যদি ছবিগুলি কাটা-ছেঁড়া অবস্থায় থাকে কিংবা দাগগুলি মুছে গিয়ে থাকে তা হলে সে কাপড় ব্যবহার করতে কোন দোষ নেই ।