আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৭৭৮
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর উপবেশন, হেলান দেয়া ও চাদর মুড়ি দেওয়া ও পথ চলার বর্ণনা
৭৭৮। হযরত আব্দুল্লাহ্ ইব্‌ন মাসউদ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাছে উপস্থিত হলাম। এ সময় তিনি মসজিদে একটি লাল চাদরের উপর হেলান দিয়ে বসা অবস্থায় ছিলেন।
أبواب الكتاب
ذِكْرُ جُلُوسَهِ وَاتِّكَائِهِ وَاحْتِبَائِهِ وَمَشْيِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
778 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ الْحَارِثِ، نَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ، نَا الصَّعْقُ بْنُ حَزْنٍ، نَا عَلِيُّ بْنُ الْحَكَمِ الْبُنَانِيُّ، عَنِ الْمِنْهَالِ بْنِ عَمْرٍو، عَنْ زِرِّ بْنِ حُبَيْشٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ: أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ فِي الْمَسْجِدِ مُتَّكِئٌ عَلَى بُرْدٍ لَهُ أَحْمَرَ

হাদীসের ব্যাখ্যা:

আলোচ্য হাদীসে উল্লেখিত লাল চাদরের অর্থ হলো লাল ডোরাকাটা চাদর। কেননা এ প্রসঙ্গের অন্যান্য হাদীসের আলোকে বর্ণিত হাদীসের এই অর্থই দাঁড়ায়। তাছাড়া পুরুষদের জন্য সম্পূর্ণ লাল রংয়ের কাপড় ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ। অনুরূপ চাদরের উপর হেলান দেওয়ার অর্থ হলো সম্ভবত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরটি মুড়িয়ে বালিশের মতো বানিয়ে নিয়েছিলেন। তারপর এর উপর হেলান দেন। কখনো বালিশ না পাওয়া গেলে সাধারণত মানুষ কাপড় মুড়িয়ে এভাবেই হেলান দিয়ে থাকে।