আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৭৭৭
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর উপবেশন, হেলান দেয়া ও চাদর মুড়ি দেওয়া ও পথ চলার বর্ণনা
৭৭৭। হযরত শারীক ইব্‌ন আব্দুল্লাহ্ ইব্‌ন আবূ নামার (র) থেকে বর্ণিত, তিনি হযরত আনাস ইব্‌ন মালিক (রা) থেকে শুনেছেন যে, তিনি বলেন, একদা আমরা নবী (ﷺ)-এর সঙ্গে মসজিদে ছিলাম। এমন সময় উটনীর উপর আরোহী জনৈক ব্যক্তি প্রবেশ করলো। তারপর মসজিদে উটটি বসিয়ে একটি রশির দ্বারা বেঁধে নিলো। এরপর বললো, তোমাদের মধ্যে মুহাম্মাদ (ﷺ) কোন্ জন? নবী (ﷺ) তখন তাঁর সাহাবীদের মধ্যে হেলান দিয়ে বসা অবস্থায় ছিলেন। অতএব আমরা আগন্তুক লোকটিকে বললাম, তিনি এই যে শুভ্র বর্ণের হেলান দিয়ে উপবিষ্ট।
أبواب الكتاب
ذِكْرُ جُلُوسَهِ وَاتِّكَائِهِ وَاحْتِبَائِهِ وَمَشْيِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
777 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الْمَرْوَزِيُّ، نَا عَاصِمُ بْنُ عَلِيٍّ، نَا لَيْثُ بْنُ سَعْدٍ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ شَرِيكِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي نَمِرٍ، أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ: بَيْنَمَا نَحْنُ مَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جُلُوسٌ فِي الْمَسْجِدِ، إِذْ دَخَلَ رَجُلٌ عَلَى جَمَلٍ، فَأَنَاخَهُ فِي الْمَسْجِدِ، وَعَقَلَهُ، ثُمَّ قَالَ: أَيُّكُمْ مُحَمَّدٌ؟ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُتَّكِئٌ بَيْنَ ظَهْرَانَيْهِمْ، فَقُلْنَا لَهُ: هَذَا الْأَبْيَضُ الْمُتَّكِئُ

হাদীসের ব্যাখ্যা:

আলোচ্য হাদীসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞেসকারী লোকটি ছিলেন হযরত যিমাম ইব্‌ন সালামা (রা)। তাকে তার নিজ সম্প্রদায় বনূ সাদ ইব্‌ন বাকরের লোকেরা নিজেদের প্রতিনিধি বানিয়ে ইসলামের নিয়ম-কানুন ও হুকুম-আহকাম জানার উদ্দেশ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে পাঠিয়েছিলেন। বিস্তারিত ঘটনা সহীহ বুখারী ও সহীহ্ মুসলিম গ্রন্থদ্বয়ে বর্ণিত আছে। আমাদের গ্রন্থকারের উদ্দেশ্য হলো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুবারক উপবেশন রীতি সম্পর্কে আলোচনা করা । এ কারণেই তিনি হাদীসের পরিপূর্ণ অংশ বর্ণনা করার প্রয়োজনবোধ করেন নি। উপরোক্ত হাদীসের আলোকে আরো প্রমাণিত হয় যে, কোন মজলিসে বসার সময় হেলান দিয়ে বসার অনুমতি আছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান