আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৭৭৫
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ) যে সব দিনে সফরে যাত্রা করতে ভালবাসতেন এবং সফর চলাকালীন সময়ে তাঁর আমলের বর্ণনা
৭৭৫। হযরত সাঈদ ইব্‌ন সুলাইম (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি হযরত আনাস ইব্‌ন মালিক (রা)-কে বলতে শুনেছি যে, প্রিয় নবী (ﷺ) যখন কোন যুদ্ধের জন্য কিংবা কোন সফরে যাত্রা করতেন তখন প্রত্যেক দিন সফর সঙ্গীদের একজনকে নিজের সঙ্গে বাহনের উপর আরোহণ করাতেন ।
أبواب الكتاب
ذِكْرُ مَحَبَّتِهِ لِلْيَوْمِ الَّذِي يُسَافَرُ فِيهِ وَفِعْلِهِ فِي سَفَرِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
775 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ أَسْبَاطِ الزَّيَّاتُ، نَا مُوسَى بْنُ مُحَمَّدِ بْنِ حَيَّانَ، نَا عَبْدُ الْمَلِكِ بْنُ عَمْرٍو، عَنْ سَعِيدِ بْنِ سُلَيْمٍ، قَالَ: سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا غَزَا أَوْ سَافَرَ أَرْدَفَ كُلَّ يَوْمٍ رَجُلًا مِنْ أَصْحَابِهِ

হাদীসের ব্যাখ্যা:

উপরোক্ত হাদীসের আলোকে বোঝা যায় যে, যদি সফর সঙ্গীদের কারোর কাছে বাহন না থাকত তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি সহানুভূতি ও মমত্ববোধ প্রকাশার্থে তাকে নিজের বাহনের উপর তুলে নিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আদর্শ মানবতার সেবা এবং সৌজন্যবোধ ও বিনয় অবলম্বনের এক অনুপম আদর্শ। দু'জাহানের সরদার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অন্তর সর্বদা দরিদ্র, সহায়-সম্বলহীন, অসহায় ও ইয়াতীমদের প্রতি ভালবাসা ও দরদ ছিল কানায় কানায় ভরপুর। তিনি তাদের অভাব-অনটন পূরণ করতেন। তাদের সাহায্য করতেন এবং তাদের উপর ভালবাসার হাত বুলাতেন। এ সব কাজে কখনো কোন লজ্জা কিংবা হেয় বোধ করতেন না । কিন্তু বর্তমানে মুসলিম সমাজের চরিত্র অনেক বদলে গেছে। কোন দরিদ্র কিংবা অনাথের পাশে বসতেও তারা পছন্দ করছে না, বরং নিজের জন্য হেয় অনুভব করে। ফলত মানুষের মন থেকে মানুষের প্রতি দরদ, মমত্ববোধ এক এক করে হারিয়ে যাচ্ছে। পারস্পরিক হিংসা-বিদ্বেষ ইত্যাদি নিজেদের মধ্যে বিচ্ছিন্নতার জাল বিছিয়ে চলছে। বস্তুত মুসলিম মিল্লাতের সর্বাঙ্গীণ সফলতা ও উন্নতি একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নীতি ও আদর্শ অবলম্বনের মধ্যেই নিহিত।
tahqiqতাহকীক:তাহকীক চলমান