আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৭৭৪
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ) যে সব দিনে সফরে যাত্রা করতে ভালবাসতেন এবং সফর চলাকালীন সময়ে তাঁর আমলের বর্ণনা
৭৭৪। কা'ব ইব্‌ন মালিক (রা)-এর এক পুত্র তার পিতা থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) সর্বদা দিনের প্রথম প্রহরে সফর থেকে বাড়ি ফিরতেন। তারপর প্রথমে মসজিদে গিয়ে দু'রাকাআত সালাত আদায় করে (কিছুক্ষণ পর্যন্ত) সেখানে বসতেন । তারপর নিজ গৃহে তাশরীফ নিতেন।
أبواب الكتاب
ذِكْرُ مَحَبَّتِهِ لِلْيَوْمِ الَّذِي يُسَافَرُ فِيهِ وَفِعْلِهِ فِي سَفَرِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
774 - حَدَّثَنَا جُبَيْرٌ، نَا الطَّنَافِسِيُّ، نَا أَبُو أُسَامَةَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنِ ابْنِ كَعْبِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِيهِ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَقْدَمُ مِنْ سَفَرٍ إِلَّا فِي الضُّحَى، فَيَبْدَأُ بِالْمَسْجِدِ، فَيَرْكَعُ فِيهِ رَكْعَتَيْنِ، ثُمَّ يَجْلِسُ، ثُمَّ يَدْخُلُ بَيْتَهُ

হাদীসের ব্যাখ্যা:

দিনের পূর্বাহ্নে সূর্য যখন মোটামুটিভাবে ঊর্ধ্বাকাশ পর্যন্ত পৌঁছে যায় তখন সফর থেকে বাড়ি ফেরার মধ্যে বহু হিকমত ও উপকারিতা বিদ্যমান। বাড়িতে অবস্থানকারীদের জন্য এ সময়ে কোন আগন্তুক কিংবা কোন অতিথির আগমনের কারণে কোনরূপ সংকীর্ণতা বা জটিলতার সম্মুখীন হতে হয় না। এ সময়ে নিদ্রা যাপন বা আরাম গ্রহণের জন্য তাৎক্ষণিক বড় কোন আয়োজনের ব্যবস্থা নেয়ার দরকার হয় না। পরিবার-পরিজন ও ঘরের অন্যরা তখন পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ অনেকটা সেরে নিয়ে থাকে। ফলে তাদের মনেও কোন প্রকারের লজ্জা বা সংকোচবোধ থাকে না। এতে বাড়িঘরের যাবতীয় জিনিসপত্র তখন সম্পূর্ণ সজ্জিত অবস্থায় থাকে। এ কারণেই সফর থেকে বাড়ি ফেরার উত্তম সময় হলো চাশতের সময় অর্থাৎ দিবসের পূর্বাহ্নে সূর্য মোটামুটিভাবে ঊর্ধ্বাকাশ পর্যন্ত উঠে যাওয়ার সময়।
tahqiqতাহকীক:তাহকীক চলমান