আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৭৭৩
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ) যে সব দিনে সফরে যাত্রা করতে ভালবাসতেন এবং সফর চলাকালীন সময়ে তাঁর আমলের বর্ণনা
৭৭৩। হযরত কাব ইব্‌ন মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) যখন সফর শেষ করে ফিরে আসতেন তখন প্রথমত মসজিদে তাশরীফ নিতেন। তারপর সালাত আদায় করে লোকজনের সঙ্গে সাক্ষাত, সালাম-কালাম ও খোঁজ-খবর লওয়া পর্যন্ত মসজিদেই অবস্থান করতেন।
أبواب الكتاب
ذِكْرُ مَحَبَّتِهِ لِلْيَوْمِ الَّذِي يُسَافَرُ فِيهِ وَفِعْلِهِ فِي سَفَرِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
773 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْحَسَنِ بْنِ عَبْدِ الْجَبَّارِ، نَا الْحَكَمُ بْنُ مُوسَى، نَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ تَمِيمٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبٍ، عَنْ كَعْبِ بْنِ مَالِكٍ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَدِمَ مِنْ سَفَرٍ بَدَأَ بِالْمَسْجِدِ، فَصَلَّى فِيهِ، ثُمَّ يَقْعُدُ مَا قُدِّرَ لَهُ، فِي مَسَائِلَ النَّاسِ وَسَلَامِهِمْ

হাদীসের ব্যাখ্যা:

উপরোক্ত হাদীসের আলোকে বোঝা যায় যে, সফর থেকে ফিরে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাগ্রে মসজিদে গমন করতেন। সেখানে তিনি নিরাপদে সফর সমাপ্তির জন্য নিজের খালিক ও মালিক আল্লাহ্‌র শুকরিয়া আদায় করতেন। কৃতজ্ঞতায় বিগলিত হয়ে তিনি সিজদায় লুটিয়ে পড়তেন, তাঁর উদ্দেশ্যে দু'রাকাআত নফল সালাত আদায় করতেন। তারপর তিনি অভ্যর্থনাকারী সাহাবীদের সাথে বসে কিছুক্ষণ পর্যন্ত সৌহার্দ্যের বিনিময়, খোঁজ-খবর লওয়া, বিপদ-আপদে সাহায্য করা, সালাম ও দু'আর মধ্যে কাটাতেন। এ ভাবে বিভিন্ন কাজ সম্পাদন করার পর তিনি নিজ গৃহে যেতেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান