আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৭৪০
কিতাবের পরিচ্ছেদ সমূহ
স্ত্রীদের সাথে সহবাসের সময় নবী (ﷺ)-এর পর্দা করা ও চোখ বন্ধ রাখার বর্ণনা
৭৪০। হযরত আয়েশা (রা) বর্ণনা করেন, নবী (ﷺ) তাঁর পবিত্র স্ত্রীদের কারো সাথে পর্দা না করে মিলিত হতেন না। এ সময় তিনি তাঁর মাথার ওপরে থেকে একখানা কাপড় লটকিয়ে নিতেন। আর আমি কখনো নবী (ﷺ) এর গোপন অঙ্গ দেখিনি এবং তিনিও কখনো আমার গোপন অঙ্গ দেখেন নি।
أبواب الكتاب
صِفَتُهُ عِنْدَ غَشَيَانِهِ أَهْلَهُ مِنْ تَسَتُّرِهِ وَغَضِّ بَصَرِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
740 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، نَا مُجَاهِدُ بْنُ مُوسَى، نَا مُحَمَّدُ بْنُ الْقَاسِمِ الْأَسَدِيُّ، نَا كَامِلٌ أَبُو الْعَلَاءِ، عَنْ أَبِي صَالِحٍ، أُرَاهُ عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا: مَا أَتَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحَدًا مِنْ نِسَائِهِ إِلَّا مُتَقَنِّعًا، يُرْخِي الثَّوْبَ عَلَى رَأْسِهِ، وَمَا رَأَيْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلَا رَآهُ مِنِي
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীসে বর্ণিত ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর লজ্জাশীলতার সর্বোত্তম দৃষ্টান্ত । তাঁর লজ্জাশীলতার বহু দৃষ্টান্ত ও ঘটনা বিদ্যমান। হযরত আবদুল্লাহ ইব্ন উমর (রা) বলেন, অধিক মাত্রার লজ্জাশীলতার কারণে তিনি কারো চেহারার প্রতি একদৃষ্টে চেয়ে থাকতেন না। একটি হাদীসে হযরত আবূ সাঈদ খুদ্রী (রা) বলেছেন, নিভৃত কোণের লজ্জাশীলা কুমারীর চেয়েও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক লজ্জাশীল ছিলেন।
স্ত্রীদের মধ্যে হযরত আয়েশা (রা)-এর সাথে তিনি অধিক খোলামেলা ছিলেন। অথচ তাঁর সাথেই যখন তাঁর আচরণ ছিলো এরূপ তখন অন্যদের তো প্রশ্নই আসে না। উম্মে সালামা (রা) বলেছেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাঁর পবিত্র স্ত্রীদের কারো সাথে মিলিত হতেন তখন চোখ বন্ধ করতেন, মাথা নিচু করতেন এবং স্ত্রীকেও ব্যক্তিত্ব ও গাম্ভীর্য বজায় রাখার তাকিদ করতেন।
স্ত্রীদের মধ্যে হযরত আয়েশা (রা)-এর সাথে তিনি অধিক খোলামেলা ছিলেন। অথচ তাঁর সাথেই যখন তাঁর আচরণ ছিলো এরূপ তখন অন্যদের তো প্রশ্নই আসে না। উম্মে সালামা (রা) বলেছেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাঁর পবিত্র স্ত্রীদের কারো সাথে মিলিত হতেন তখন চোখ বন্ধ করতেন, মাথা নিচু করতেন এবং স্ত্রীকেও ব্যক্তিত্ব ও গাম্ভীর্য বজায় রাখার তাকিদ করতেন।