আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৭৩৯
কিতাবের পরিচ্ছেদ সমূহ
একদিন বা একরাতে সকল স্ত্রীর সাথে নবী (ﷺ)-এর সাক্ষাতের বর্ণনা
৭৩৯। সাবিত (র) আনাস ইব্ন মালিক (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর একটি হলুদ রংের সুগন্ধিযুক্ত ওভার চাদর ছিলো। এটি পালাক্রমে প্রত্যেক স্ত্রীর ঘরে ঘুরতো। এর সুগন্ধি বাড়ানোর জন্য এর ওপর পানি ছিটিয়ে দিতেন।
أبواب الكتاب
ذِكْرُ طَوَافِهِ عَلَى نِسَائِهِ فِي لَيْلَةٍ وَاحِدَةٍ أَوْ يَوْمٍ وَاحِدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
739 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُحَمَّدِ بْنِ سُلَيْمَانَ الْوَاسِطِيُّ، نَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عُبَيْدِ اللَّهِ الْحَلَبِيُّ، نَا سَلَّامُ بْنُ أَبِي خُبْزَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: كَانَتْ لِرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِلْحَفَةٌ مُوَرَّسَةٌ، تَدُورُ بَيْنَ نِسَائِهِ، فَرُبَّمَا نَضَحَتْ بِالْمَاءِ لِيَكُونَ أَذَكَى لِرِيحِهَا
হাদীসের ব্যাখ্যা:
(ওয়ারস) এক বিশেষ ধরনের উদ্ভিদ যা সুগন্ধি এবং হলুদ রঙে রাঙানোর জন্য ব্যবহৃত হয়। এটা ছিলো অত্যন্ত প্রিয় বস্তু বিশেষ করে বিয়ে-শাদীর সময় এর ব্যবহার পছন্দ করা হতো।