আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৭৩৮
কিতাবের পরিচ্ছেদ সমূহ
একদিন বা একরাতে সকল স্ত্রীর সাথে নবী (ﷺ)-এর সাক্ষাতের বর্ণনা
৭৩৮। হুমায়দ তাবীল (র) হযরত আনাস (ইব্ন মালিক) (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্ (ﷺ) এক রাতে তাঁর সকল স্ত্রীর কাছে যেতেন এবং পরে একবার মাত্র গোসল করতেন।
أبواب الكتاب
ذِكْرُ طَوَافِهِ عَلَى نِسَائِهِ فِي لَيْلَةٍ وَاحِدَةٍ أَوْ يَوْمٍ وَاحِدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
738 - حَدَّثَنَا مَحْمُودُ بْنُ أَحْمَدَ بْنِ الْفَرَجِ، نَا إِسْمَاعِيلُ بْنُ عَمْرٍو، نَا هُشَيْمٌ، عَنْ حُمَيْدٍ الطَّوِيلِ، عَنْ أَنَسٍ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَطُوفُ عَلَى نِسَائِهِ فِي اللَّيْلَةِ ثُمَّ يَغْتَسِلُ لِذَلِكَ غُسْلًا وَاحِدًا
হাদীসের ব্যাখ্যা:
এসব হাদীস থেকে জানা যায় যে, কতিপয় নাপাকী থেকে পবিত্রতা অর্জনের জন্য একবার মাত্র গোসলই যথেষ্ট। তবে পানি প্রচুর থাকলে প্রতিবার অপবিত্র হওয়ার জন্য আলাদা আলাদা গোসল করে নেয়া উত্তম।