আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৭৩৪
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর বাণীঃ আমাকে বিশেষ যৌনক্ষমতা দান করা হয়েছে
৭৩৪। কাতাদা (র) হযরত আনাস (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, নবী (ﷺ) রাত ও দিনের কিছু সময়ের মধ্যে তাঁর সব স্ত্রীর কাছে যেতেন। তখন তাঁদের সংখ্যা ছিলো এগার । কাতাদা (র) বলেন, আমি আনাস (রা)-কে জিজ্ঞেস করলাম তিনি কি তাঁদের সবার সাথে এভাবে মিলিত হতে সক্ষম ছিলেন? জবাবে আনাস (রা) বলেন, আমরা পরস্পর বলাবলি করতাম, তাঁকে ত্রিশজন পুরুষের সমান যৌনক্ষমতা দেয়া হয়েছে।
أبواب الكتاب
ذِكْرُ قَوْلِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أُعْطِيتُ الْكَفِيتَ، يَعْنِي الْجِمَاعَ
734 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، نَا عُبَيْدُ اللَّهِ الْقَوَارِيرِيُّ، نَا مُعَاذُ بْنُ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَدُورُ عَلَى نِسَائِهِ فِي السَّاعَةِ مِنَ اللَّيْلِ وَالنَّهَارِ، وَهُنَّ إِحْدَى عَشْرَةَ. قُلْتُ لِأَنَسٍ: أَهَلْ كَانَ يُطِيقُ ذَلِكَ؟ قَالَ: كُنَّا نَتَحَدَّثُ أَنَّهُ أُعْطِيَ قُوَّةَ ثَلَاثِينَ
হাদীসের ব্যাখ্যা:
হাফিয ইব্ন কাইয়্যেম (র) তাঁর 'যাদুল মাআদ' গ্রন্থে লিখেছেন যে, মহান আল্লাহ্ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জন্য এ ধরনের এমন কিছু জিনিস বৈধ করেছিলেন যা তাঁর উম্মতের মধ্য থেকে আর কারো জন্য বৈধ করেননি। এটা একমাত্র তাঁর বৈশিষ্ট্য ছিলো। সুতরাং তাঁকে চার জনের অধিক স্ত্রী গ্রহণের অনুমতি দেয়া হয়েছিলো। এটা তাঁর বৈশিষ্ট্য ও মুজিযা ছাড়া আর কিছুই ছিলো না।