আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৭৩৫
কিতাবের পরিচ্ছেদ সমূহ
একদিন বা একরাতে সকল স্ত্রীর সাথে নবী (ﷺ)-এর সাক্ষাতের বর্ণনা
৭৩৫। কাতাদা (র) হযরত আনাস (রা) থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, নবী (ﷺ) রাত ও দিনের কিছু সময়ের মধ্যে তাঁর সব স্ত্রীর কাছে যেতেন। তখন তাঁর স্ত্রীদের সংখ্যা ছিলো এগার। কাতাদা (র) বলেন, আমি আনাস (রা)-কে জিজ্ঞেস করলাম তিনি কি তাঁদের সবার সাথে এভাবে মিলিত হতে সক্ষম ছিলেন? জবাবে আনাস (রা) বললেন, আমরা পরস্পরে বলতাম তাঁকে ত্রিশজন পুরুষের সমান যৌনক্ষমতা দেয়া হয়েছে ।
أبواب الكتاب
ذِكْرُ طَوَافِهِ عَلَى نِسَائِهِ فِي لَيْلَةٍ وَاحِدَةٍ أَوْ يَوْمٍ وَاحِدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
735 - حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ أَحْمَدَ، نَا صَالِحُ بْنُ مِسْمَارٍ، نَا مُعَاذُ بْنُ هِشَامٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَدُورُ عَلَى نِسَائِهِ فِي السَّاعَةِ مِنَ اللَّيْلِ وَالنَّهَارِ، وَهُنَّ إِحْدَى عَشْرَةَ، قُلْتُ لِأَنَسٍ: وَهَلْ كَانَ يُطِيقُ ذَلِكَ؟ قَالَ: كُنَّا نَتَحَدَّثُ أَنَّهُ أُعْطِيَ قُوَّةَ ثَلَاثِينَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান