আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৭২২
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর জন্য মিঠা পানি সরবরাহ করার বর্ণনা
৭২২। হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেছেন, খাবার পানির মধ্যে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাছে সবচেয়ে প্রিয় ছিল মিঠা ঠাণ্ডা পানি।
أبواب الكتاب
مَا ذُكِرَ أَنَّهُ كَانَ يُسْتَعْذَبُ لَهُ الْمَاءُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
722 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عُبَيْدَةَ الشَّعْرَانِيُّ، نَا أَحْمَدُ بْنُ شَيْبَانَ الرَّمْلِيُّ، نَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: كَانَ أَحَبُّ الشَّرَابِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْحُلْوَ الْبَارِدَ.

হাদীসের ব্যাখ্যা:

মিঠা পানির অর্থ মধু মিশ্রিত শরবত কিংবা খেজুর ও কিশমিশের নাবীযও হতে পারে । কারণ এসব পানীয়ও তাঁর কাছে খুব প্রিয় ছিলো। এর অর্থ সাদা সুস্বাদু পানিও হতে পারে। যা প্রকৃতিগতভাবেই উত্তম ও কোমল হয়ে থাকে। সুতরাং ইতিপূর্বেই উল্লেখ করা হয়েছে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জন্য মদীনার বাইরের একটি ঝর্ণা থেকে সুস্বাদু পানি আনা হতো; এ পানি তিনি খুবই পছন্দ করতেন।