আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৭২০
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর জন্য মিঠা পানি সরবরাহ করার বর্ণনা
৭২০। হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, 'বুয়ুতুস সুক্ইয়া' নামক ঝর্ণা থেকে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর জন্য মিঠা পানি আনা হতো।
أبواب الكتاب
مَا ذُكِرَ أَنَّهُ كَانَ يُسْتَعْذَبُ لَهُ الْمَاءُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
720 - حَدَّثَنَا أَبُو بَكْرٍ الْفِرْيَابِيُّ، نَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، نَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُسْتَعْذَبُ لَهُ الْمَاءُ مِنْ بُيُوتِ السُّقْيَا
হাদীসের ব্যাখ্যা:
‘বুয়ূতুস সুক্ইয়া' একটি ঝর্ণার নাম। এটি মদীনা থেকে দুইদিনের দূরত্বে অবস্থিত ছিলো। কারো কারো মতে এটি মদীনার পার্শ্ববর্তী হাররা নামক স্থানের সন্নিকটেই অবস্থিত ছিলো। এটাই অধিক যুক্তিসংগত মত বলে মনে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিঠা বা কোমল পানি পছন্দ করতেন। এ কারণে উক্ত ঝর্ণা থেকে তাঁর জন্য পানি আনা হতো। মিঠা বা কোমল পানি অন্য স্থান থেকে আনা যেতে পারে এ হাদীস থেকে তারই বৈধতার প্রমাণ পাওয়া যায় । এটা তাক্ওয়ার পরিপন্থী নয়।