আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৮- নামাযের ওয়াক্তের বিবরণ

হাদীস নং: ৫৬৩
আন্তর্জতিক নং: ৫৯০

পরিচ্ছেদঃ ৩৮৪। আসরের পর কাযা বা অনুরূপ কোন নামায আদায় করা।
কুরায়ব (রাহঃ) উম্মে সালামা (রাযিঃ) হতে বর্ণনা করেন যে, নবী (ﷺ) আসরের পর দু’রাকআত নামায আদায় করলেন এবং বললেন, আব্দুল কায়স গোত্রের লোকেরা আমাকে যোহরের পরবর্তী দু’রাকআত নামায আদায় থেকে ব্যস্ত রেখেছিল।

৫৬৩। আবু নু’আইম (রাহঃ)......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, সে মহান সত্তার শপথ, যিনি তাঁকে (নবী (ﷺ) - কে) উঠিয়ে নিয়েছেন, আল্লাহর সান্নিধ্যে যাওয়ার পূর্ব পর্যন্ত তিনি দু’রাকআত নামায কখনই ছাড়েননি। আর নামাযে দাঁড়ানো যখন তাঁর পক্ষে সম্ভব হয়নি, তখনই তিনি আল্লাহর সান্নিধ্যে চলে গেছেন। তিনি তাঁর এ নামায অধিকাংশ সময় বসে বসেই আদায় করতেন। আয়িশা (রাযিঃ) এ নামায দ্বারা আসরের পরবর্তী দু’রাকআতের কথা বুঝিয়েছেন। রাসূল (ﷺ) এ দু’রাকআত নামায আদায় করতেন, তবে উম্মতের উপর বোঝা হয়ে পড়ার আশঙ্কায় তা মসজিদে আদায় করতেন না। কেননা, উম্মতের জন্য যা সহজ হয় তাই তাঁর কাম্য ছিল।


tahqiq

তাহকীক:

তাহকীক নিষ্প্রয়োজন