আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৮- নামাযের ওয়াক্তের বিবরণ
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৮৯
৩৮৩। যিনি আসরের ও ফজরের পর ব্যতিত অন্য সময়ে নামায আদায় মাকরূহ মনে করেন না।
উমর, ইবনে উমর, আবু সাঈদ ও আবু হুরাইরা (রাযিঃ) এ হাদীস বর্ণনা করেছেন।
উমর, ইবনে উমর, আবু সাঈদ ও আবু হুরাইরা (রাযিঃ) এ হাদীস বর্ণনা করেছেন।
৫৬২। আবু নু’মান (রাহঃ) ...... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার সঙ্গীদের যেভাবে নামায আদায় করতে দেখেছি সেভাবেই আমি নামায আদায় করি। সূর্যোদয় ও সূর্যাস্তের সময়ে নামাযের ইচ্ছা করা ব্যতীত রাতে বা দিনে যে কোন সময় কেউ নামায আদায় করতে চাইলে আমি নিষেধ করি না।
