আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ২২২
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ) -এর পথচলা এবং চলাপথে এদিক সেদিক দৃষ্টিপাত করার নীতি
২২২। হযরত আবু তুফায়েল (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) যখন হ্যাঁটতেন তখন মনে হতো তিনি কোন ঢালু ভূমিতে হ্যাঁটছেন।
أبواب الكتاب
صِفَةُ مَشْيِهِ وَالْتِفَاتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
222 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَبَّاسِ بْنِ أَيُّوبَ، نَا نَصْرُ بْنُ عَلِيٍّ، نَا عَبْدُ الْأَعْلَى، نَا الْجُرَيْرِيُّ، عَنْ أَبِي الطُّفَيْلِ، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا مَشَى كَأَنَّمَا يَمْشِي فِي صَبُوبٍ

হাদীসের ব্যাখ্যা:

আলোচ্য হাদীসের বিষয়ে প্রাসঙ্গিক কথাবার্তা অনুচ্ছেদের শুরুভাগে আলোচিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর-এর পবিত্র সত্তা মাথা থেকে পা পর্যন্ত ছিলো, দিব্যি মুজিযাপূর্ণ। এ জন্য তার পথ চলার নীতির মধ্যেও অতিপ্রকৃত বিষয়ের ন্যায় কতিপয় অলৌকিক পদ্ধতি বিদ্যমান ছিলো। যেমনঃ
এক. তিনি কিছুটা দ্রুতবেগে হাঁটতেন। অথচ তিনি দ্রুতবেগে হাঁটার মোটেই ইচ্ছা করতেন না। এদিকে সাহাবীদের অবস্থা ছিলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সঙ্গে দ্রুতগতিতে হাঁটতে হাটতে তারা হাঁপিয়ে পড়তেন। আর এ কারণেই তিনি নিজে সাহাবীদের পেছনে হাঁটতেন। যেন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সঙ্গ থেকে পেছনে দূরে রয়ে না যান।
দুই. তিনি সম্মুখের দিকে ঝুঁকে দৃঢ় পদে একজন পুরুষের ন্যায় হাঁটতেন। মাটির উপর পায়ের তালুর স্পর্শ লাগতে দিতেন না। এমন কি হযরত আবূ যার গিফারী (রা) তাঁর বর্ণনায় বলেন, ليس له اخمص প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পায়ের তালু ছিলোই না। বর্ণিত রহস্যটি সম্মুখে না রাখা হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর হাঁটা সম্পর্কীয় উভয় উক্তির মাঝে সমন্বয় সৃষ্টি করা জটিল হবে। এ কারণেই হযরত আবূ যার (রা) আরো বলেন, لم ارى مثله আমি তাঁর ন্যায় কোন মানুষকে দেখিনি ।
তিন. তিনি সমতল ভূমিতে এভাবে হাঁটতেন যেন কোনো ঢালু যমীন দিয়ে নিচের দিকে অবতরণ করছেন। উপরোক্ত রহস্য জানা না থাকলে পথ চলার এই অলৌকিক পদ্ধতিটিও হৃদয়ঙ্গম করা কঠিন। এ কারণে হযরত আলী (রা) স্পষ্টভাবে বলতে বাধ্য হন যে, لم ار قبله ولا بعده مثله আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ন্যায় পূর্বে আর না তাঁর পরে তাঁর গুণাবলির কোন মানুষকে দেখেছি।
কাজেই আমরাও সম্মানিত পাঠক বৃন্দের কাছে আবেদন করবো যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর পবিত্র আকার-আকৃতি সম্পর্কীয় হাদীসসমূহ বিশেষত তাঁর পথচলা সম্পর্কীয় হাদীসগুলি অধ্যয়ন করার সময় একথাটি অবশ্যই সামনে রাখতে হবে যে, যেভাবে তাঁর মহান সত্তা মাথা থেকে পা পর্যন্ত সবটুকু ছিলো অলৌকিক। ঠিক তেমনি তার পথ চলার বিষয়টিও ছিলো একটি অলৌকিক ব্যাপার। হযরত আলী ও হযরত আবূ যার (রা) প্রমুখ উচ্চমানের সাহাবী যাঁরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে খুবই নিকট থেকে পর্যবেক্ষণ করার সৌভাগ্য লাভ করেছেন তাঁরাও নিজেদের বক্তব্যে সেই রহস্যের দিকে মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান