আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ১৪৮
কিতাবের পরিচ্ছেদ সমূহ
রাসূলুল্লাহ্ (ﷺ) -এর সন্তুষ্টি ও অসন্তুষ্টি বোঝা সম্পর্কিত হাদীসসমূহ
১৪৮। হযরত আবু মুসা আশআরী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূলুল্লাহ্ (ﷺ) -কে এমন কিছু বিষয় সম্পর্কে জিজ্ঞেস করা হলো, যা তাঁর অপছন্দনীয় ছিল। তিনি নীরব থাকলেন । কিন্তু লোকেরা যখন সে বিষয়ে পীড়াপীড়ি করতে লাগলো, তখন তিনি ক্রুদ্ধ হলেন। হযরত উমর (রাযিঃ) যখন তাঁর মুখমণ্ডলে ক্রোধের চিহ্ন দেখলেন, তখন বললেন, আমরা আল্লাহ্র কাছে এমন বিষয় সম্পর্কে তাওবা করছি যা নবী (ﷺ) পছন্দ করেন না।
أبواب الكتاب
مَا ذُكِرَ مِنْ عَلَامَةِ رِضَاهُ وَعَلَامَةِ سَخَطِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
148 - أَخْبَرَنَا ابْنُ أَبِي عَاصِمٍ، نَا يُوسُفُ بْنُ مُوسَى، نَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدِ ابْنِ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي مُوسَى، قَالَ: سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ أَشْيَاءَ كَرِهَهَا، فَلَمَّا أَكْثَرُوا عَلَيْهِ غَضِبَ، فَلَمَّا رَأَى عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ الْغَضَبَ فِي وَجْهِهِ، قَالَ: إِنَّا نَتُوبُ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ عَمَّا كَرِهَ
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীসেও এই বিষয়ের সমর্থন পাওয়া যায় যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মুখমণ্ডল দেখেই তাঁর অসন্তুষ্টি ও ক্রোধের অনুমান করা যেতো। যেমন হযরত উমর ইব্ন খাত্তাব (রা) রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর মুখমণ্ডলে ক্রোধের চিহ্ন দেখে অনুমান করেছিলেন যে, তিনি এখন রাগান্বিত আছেন। তাই তৎক্ষণাৎ সবার পক্ষ থেকে এ সম্পর্কে আল্লাহ্র কাছে তাওবা করেন।