ফিকহুস সুনান ওয়াল আসার
৪৩. যাবতীয় মা'ছুর দোয়া-যিক্র
হাদীস নং: ২৭০৬
রাসূলুল্লাহ (ﷺ) এর কিছু দুআ
(২৭০৬) আনাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলতেন, 'হে আল্লাহ, আপনি আমাকে যা শিক্ষা দিয়েছেন তদ্বারা আমাকে উপকৃত করুন, এবং আপনি আমাকে শিক্ষা দিন যা আমার উপকার করবে এবং আপনি আমাকে দান করুন এমন জ্ঞান যা আমার কল্যাণ করবে'।
عن أنس رضي الله عنه قال: كان رسول الله صلى الله عليه وسلم يقول: اللهم انفعني بما علمتني وعلمني ما ينفعني وارزقني علما تنفعني به.
