ফিকহুস সুনান ওয়াল আসার

৪৩. যাবতীয় মা'ছুর দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৬৮৬
ভ্রমণকালে বিপদে পড়লে কী বলবে
(২৬৮৬) উতবা ইবন গাযওয়ান রা. বলেন, তোমাদের কেউ যদি জনমানবহীন বিজন প্রান্তরে থাকা অবস্থায় কোনো কিছু হারিয়ে ফেলে বা সাহায্য চায় তবে সে যেন বলে, হে আল্লাহর বান্দাগণ, তোমরা আমাকে সাহায্য করো।
عن عتبة بن غزوان رضي الله عنه مرفوعا: إذا أضل أحدكم شيئا أو أراد عونا وهو بأرض ليس بها أنيس فليقل: يا عباد الله أغيثوني.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২৬৮৬ | মুসলিম বাংলা