ফিকহুস সুনান ওয়াল আসার
৪৩. যাবতীয় মা'ছুর দোয়া-যিক্র
হাদীস নং: ২৬৮৫
ভ্রমণকালে বিপদে পড়লে কী বলবে
(২৬৮৫) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, বান্দার সাথে তার সংরক্ষণে নিয়োজিত ফিরিশতাগণ ছাড়াও পৃথিবীতে আল্লাহর অনেক ফিরিশতা আছেন অতএব যদি তোমাদের কেউ কোনো নির্জন প্রান্তরে আটকে পড়ে বা অচল হয়ে পড়ে তাহলে সে যেন ডেকে বলে, হে আল্লাহর বান্দাগণ, তোমরা সাহায্য করো।
عن ابن عباس رضي الله عنهما مرفوعا: إن لله ملائكة في الأرض سوى الحفظة... فإذا أصاب أحدكم عرجة بأرض فلاة فليناد: أعينوا عباد الله.
