আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৪- আদব - শিষ্টাচারের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬০২৫
৩১৯৭. সকল কাজে নম্রতা অবলম্বন করা।
৫৬০০। আব্দুল্লাহ ইবনে আব্দুল ওয়াহহাব (রাহঃ) ......... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, একদা এক বেদুঈন মসজিদে পেশাব করল। লোকেরা উঠে (তাকে মারার জন্য) তার দিকে অগ্রসর হল। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তার পেশাব করা বন্ধ করো না। তারপর তিনি এক বালতি পানি আনালেন এবং পানি পেশাবের উপর ঢেলে দেয়া হল।
