ফিকহুস সুনান ওয়াল আসার

৪৩. যাবতীয় মা'ছুর দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৬৭০
যাবতীয় মা'ছুর দোয়া-যিক্‌র
নবী (ﷺ) এর উপরে সালাতের মর্যাদা
(২৬৭০) ইবন মাসউদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি আমার উপর সবচেয়ে বেশী সালাত পাঠ করে সেই ব্যক্তি হবে কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী মানুষ।
كتاب الذكر و الدعاء
عن ابن مسعود رضي الله عنه مرفوعا: أولى الناس بي يوم القيامة أكثرهم علي صلاة.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২৬৭০ | মুসলিম বাংলা