ফিকহুস সুনান ওয়াল আসার

৪৩. যাবতীয় মা'ছুর দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৬৬৯
যাবতীয় মা'ছুর দোয়া-যিক্‌র
নবী (ﷺ) এর উপরে সালাতের মর্যাদা
(২৬৬৯) উবাই ইবন কা'ব রা. বলেন, একব্যক্তি বলে, হে আল্লাহর রাসূল, যদি আমি আমার সকল সালাত (দরূদ) আপনার জন্যই পাঠ করি তবে কী হবে তা বলুন। তিনি বলেন, তাহলে মহিমাময় বরকতময় আল্লাহ তোমার দুনিয়া ও আখিরাতের সকল দুশ্চিন্তা-সমস্যা সমাধান করে দেবেন।
كتاب الذكر و الدعاء
عن أبي بن كعب رضي الله عنه قال: قال رجل: يا رسول الله أرأيت إن جعلت صلاتي كلها عليك؟ قال: إذا يكفيك الله تبارك وتعالى ما همك من دنياك وآخرتك.
tahqiqতাহকীক:তাহকীক চলমান