ফিকহুস সুনান ওয়াল আসার

৪৩. যাবতীয় মা'ছুর দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৬৬০
দুআর মর্যাদা এবং দুআ না করার নিন্দা
(২৬৬০) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহর কাছে দুআর চেয়ে অধিক সম্মানিত আর কিছুই নেই।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: ليس شيء أكرم على الله من الدعاء
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২৬৬০ | মুসলিম বাংলা