ফিকহুস সুনান ওয়াল আসার

৪২. ইহসান-আত্মশুদ্ধির অধ্যায়

হাদীস নং: ২৬৩৬
ইহসান-আত্মশুদ্ধির অধ্যায়
তাকওয়া ও সুন্দর আচরণের মর্যাদা
(২৬৩৬) আবু দারদা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কিয়ামতের দাঁড়িপাল্লায় কোনো কিছুই সুন্দর আচরণের চেয়ে অধিকতর ভারী হবে না।
كتاب الإحسان
عن أبي الدرداء رضي الله عنه مرفوعا: ما من شيء أثقل في الميزان من حسن الخلق.
tahqiqতাহকীক:তাহকীক চলমান