ফিকহুস সুনান ওয়াল আসার

৪২. ইহসান-আত্মশুদ্ধির অধ্যায়

হাদীস নং: ২৬৩৬
তাকওয়া ও সুন্দর আচরণের মর্যাদা
(২৬৩৬) আবু দারদা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কিয়ামতের দাঁড়িপাল্লায় কোনো কিছুই সুন্দর আচরণের চেয়ে অধিকতর ভারী হবে না।
عن أبي الدرداء رضي الله عنه مرفوعا: ما من شيء أثقل في الميزان من حسن الخلق.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২৬৩৬ | মুসলিম বাংলা