ফিকহুস সুনান ওয়াল আসার
৪২. ইহসান-আত্মশুদ্ধির অধ্যায়
হাদীস নং: ২৬৩৫
তাকওয়া ও সুন্দর আচরণের মর্যাদা
(২৬৩৫) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা তোমাদের টাকা-পয়সা দিয়ে মানুষদেরকে আবৃত করতে পারবে না, কিন্তু তোমাদের মুখমণ্ডলের প্রসন্নতা-প্রফুল্লতা ও সুন্দর আচরণ দিয়ে তাদেরকে আবৃত করো।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: إنكم لا تسعون الناس بأموالكم وليسعهم منكم بسط الوجه وحسن الخلق.
