ফিকহুস সুনান ওয়াল আসার
৪২. ইহসান-আত্মশুদ্ধির অধ্যায়
হাদীস নং: ২৬৩০
সমাজে বসবাস করে মানুষের কষ্ট সহ্য করার মর্যাদা
(২৬৩০) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে মুমিন সমাজে মানুষের সাথে মেশে না এবং মানুষদের দেওয়া কষ্ট সহ্য করে না (একাকী বিচ্ছিন্ন জীবনযাপন করে) তার চেয়ে অধিক পুরস্কার সেই মুমিনের যে সমাজে মানুষের সাথে মিলেমিশে বসবাস করে এবং মানুষদের দেওয়া কষ্ট সহ্য করে ।
عن ابن عمر رضي الله عنهما مرفوعا: المؤمن الذي يخالط النّاس ويصبر على أذاهم أعظم أجرا من المؤمن الذي لا يخالط الناس ولا يصبر على أذاهم.
