ফিকহুস সুনান ওয়াল আসার

৪২. ইহসান-আত্মশুদ্ধির অধ্যায়

হাদীস নং: ২৬২৯
ভাইয়ের সম্মানহানিকর কথা প্রতিরোধ করা
(২৬২৯) আবু দারদা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কোনো ব্যক্তি তার ভাইয়ের সম্মানহানিকর কথা প্রতিরোধ করে (অনুপস্থিত ব্যক্তির গীবত করা হলে সে তার প্রতিবাদ করে) তবে আল্লাহ কিয়ামতের দিন তার মুখমণ্ডল থেকে জাহান্নামের আগুন প্রতিরোধ করবেন।
عن أبي الدرداء رضي الله عنه مرفوعا: من رد عن عرض أخيه ردّ الله عن وجهه النار يوم القيامة.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২৬২৯ | মুসলিম বাংলা