ফিকহুস সুনান ওয়াল আসার

৪২. ইহসান-আত্মশুদ্ধির অধ্যায়

হাদীস নং: ২৬১৪
নিজের ভুলত্রুটির দিকে দৃষ্টি দেওয়ার মর্যাদা
(২৬১৪) আনাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মহাসৌভাগ্য সেই ব্যক্তির যাকে তার নিজের দোষত্রুটি মানুষের দোষত্রুটি থেকে ব্যস্ত রাখে।
عن أنس رضي الله عنه مرفوعا: طوبى لمن شغله عيبه عن عيوب الناس.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২৬১৪ | মুসলিম বাংলা