ফিকহুস সুনান ওয়াল আসার

৪২. ইহসান-আত্মশুদ্ধির অধ্যায়

হাদীস নং: ২৬১০
লোক হাসানোর জন্য মিথ্যা বলার পাপ
(২৬১০) মুআবিয়া ইবন হাইদা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ধ্বংস তার জন্য, যে কথা বলার সময় লোক হাসানোর জন্য মিথ্যা কথা বলে ধ্বংস তার জন্য! ধ্বংস তার জন্য!!
عن معاوية بن حيدة رضي الله عنه مرفوعا: ويل للذي يحدث فيكذب ليضحك به القوم ويل له ويل له.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২৬১০ | মুসলিম বাংলা