ফিকহুস সুনান ওয়াল আসার

৪২. ইহসান-আত্মশুদ্ধির অধ্যায়

হাদীস নং: ২৬০৯
অন্য মানুষদের কথা শোনার নিন্দা
(২৬০৯) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ কিছু মানুষের কথাবার্তা শ্রবণ করে, যারা তা পছন্দ করে না বা যারা তার থেকে লুকাতে চায়, তবে কিয়ামতের দিন তার কানের মধ্যে গলিত সিসা ঢালা হবে।
عن ابن عباس رضي الله عنهما مرفوعا: من استمع إلى حديث قوم وهم له كارهون أو يفرون منه صب في أذنه الآنك يوم القيامة.
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ২৬০৯ | মুসলিম বাংলা