ফিকহুস সুনান ওয়াল আসার

৪২. ইহসান-আত্মশুদ্ধির অধ্যায়

হাদীস নং: ২৬০৭
কুটনামির নিন্দা এবং নিকৃষ্ট মানুষদের বিবরণ
(২৬০৭) আসমা বিনতু ইয়াযীদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের মধ্যকার সর্বনিকৃষ্ট মানুষদের কথা কি আমি তোমাদের বলব না? যারা কূটনামি করে একজনের কথা অন্যকে পৌঁছে দেয়, প্রিয়জনদের মধ্যে সুসম্পর্ক নষ্ট করে এবং নিরপরাধ মানুষদের কষ্টে ফেলতে চায়।
عن أسماء بنت يزيد رضي الله عنها مرفوعا: ألا أخبركم بشراركم؟ المشاءون بالنميمة المفسدون بين الأحبة الباغون للبراء العنت.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২৬০৭ | মুসলিম বাংলা