ফিকহুস সুনান ওয়াল আসার

৪২. ইহসান-আত্মশুদ্ধির অধ্যায়

হাদীস নং: ২৬০৫
ইহসান-আত্মশুদ্ধির অধ্যায়
সবচেয়ে ঘৃণিত মানুষ
(২৬০৫) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত মানুষ হল বক্র প্রকৃতির সদা ঝগড়াকারী ব্যক্তি।
كتاب الإحسان
عن عائشة رضي الله عنها مرفوعا: أبغض الرجال إلى الله الألد الخصم
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
ফিকহুস সুনান - হাদীস নং ২৬০৫ | মুসলিম বাংলা