ফিকহুস সুনান ওয়াল আসার

৪২. ইহসান-আত্মশুদ্ধির অধ্যায়

হাদীস নং: ২৫৯৭
পাপের জন্য কাউকে খোঁটা দেওয়া
(২৫৯৭) মুআয ইবন জাবাল রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ তার ভাইকে কোনো পাপের কারণে খোঁটা দেয় তবে সে সেই পাপ না করে মৃত্যুবরণ করবে না।
عن معاذ بن جبل رضي الله عنه مرفوعا: من غير أخاه بذنب لم يمت حتى يعمله.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২৫৯৭ | মুসলিম বাংলা