আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৪- আদব - শিষ্টাচারের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬০১০
৩১৮৯. মানুষ ও পশুর প্রতি দয়া।
৫৫৮৫। আবুল ইয়ামান (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) একবার নামাযে দাঁড়ান। আমরাও তার সঙ্গে দাঁড়িয়ে গেলাম। এ সময় এক বেদুঈন নামাযের মধ্যে থেকেই বলে উঠলঃ ইয়া আল্লাহ! আমার ও মুহাম্মাদের উপর রহম করো এবং আমাদের সাথে আর কারো প্রতি রহম করো না। নবী (ﷺ) সালাম ফিরানোর পর বেদুঈন লোকটিকে বললেনঃ তুমি একটি প্রশস্ত জিনিসকে অর্থাৎ আল্লাহর রহমতকে সংকুচিত করেছ।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন