আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৪- আদব - শিষ্টাচারের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬০১০
৩১৮৯. মানুষ ও পশুর প্রতি দয়া।
৫৫৮৫। আবুল ইয়ামান (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) একবার নামাযে দাঁড়ান। আমরাও তার সঙ্গে দাঁড়িয়ে গেলাম। এ সময় এক বেদুঈন নামাযের মধ্যে থেকেই বলে উঠলঃ ইয়া আল্লাহ! আমার ও মুহাম্মাদের উপর রহম করো এবং আমাদের সাথে আর কারো প্রতি রহম করো না। নবী (ﷺ) সালাম ফিরানোর পর বেদুঈন লোকটিকে বললেনঃ তুমি একটি প্রশস্ত জিনিসকে অর্থাৎ আল্লাহর রহমতকে সংকুচিত করেছ।
