ফিকহুস সুনান ওয়াল আসার
৪১. ওয়াসিয়্যাত ও উত্তরাধিকার সম্পত্তির অধ্যায়
হাদীস নং: ২৫২৪
 ওয়াসিয়্যাত ও উত্তরাধিকার সম্পত্তির অধ্যায়
কোনো উত্তরাধিকারীর জন্য ওসিয়াত নেই, তবে যদি উত্তরাধিকারীগণ তা অনুমোদন করে
(২৫২৪) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কোনো উত্তরাধিকারীর জন্য ওসিয়াত বৈধ নয়, তবে উত্তরাধিকারীগণ যদি চায়।
كتاب الوصايا و الفرائض
عن ابن عباس رضي الله عنه مرفوعا: لا تجوز الوصية لوارث إلا أن يشاء الورثة.