ফিকহুস সুনান ওয়াল আসার
৪০. অপরাধ ও সাজার অধ্যায়
হাদীস নং: ২৪৭৯
প্রায়-ইচ্ছাকৃত হত্যার দিয়াত ও অঙ্গহানি ও অন্যান্য আঘাতের দিয়াত
(২৪৭৯) ইবন মাসউদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, অনিচ্ছাকৃত হত্যার ক্ষেত্রে দিয়াত হল বিশটি তিনবছর বয়স্ক উটনী, বিশটি চারবছর বয়স্ক উটনী, বিশটি একবছর বয়স্ক উটনী, বিশটি দুইবছর বয়স্ক উটনী এবং বিশটি একবছর বয়স্ক উট। (ইবন আবী শাইবা সুন্দর সনদে। সুনান চতুষ্টয়েও অনুরূপ বর্ণনা সঙ্কলিত হয়েছে। দারাকুতনি এই হাদীসটির বর্ণনার বিভিন্নতা, বৈপরীত্য ও দুর্বলতার** বিষয়ে দীর্ঘ আলোচনা করেছেন । তিরমিযি বলেছেন, আলিমগণ একমত হয়েছেন যে, দিয়াত তিনবছরে (কিস্তিতে) গ্রহণ করা হবে)।
عن عبد الله بن مسعود رضي الله عنه مرفوعا: في دية الخطا عشرون حقة وعشرون جذعة وعشرون بنت مخاض وعشرون بنت لبون وعشرون بني مخاض.
হাদীসের ব্যাখ্যা:
** [দারাকুতনি তার দীর্ঘ আলোচনার শুরুতে বলেন, 'হাদীসটি বিভিন্ন কারণে দুর্বল, মুহাদ্দিসদের নিকট অপ্রমাণিত'। সনদের রাবী হাজ্জাজ ইবন আরতাহ মুদাল্লিস এবং খিল্ফ ইবন মালিক মাজহুল। তবে এই বর্ণনাটি মাওকুফ বা ইবন মাসউদের বক্তব্য হিসেবে সঙ্কলন করেছেন আব্দুর রাযযাক (আল মুসান্নাফ, হাদীস-১৭২৩৮), ইবন আবী শাইবা (আল মুসান্নাফ ৯/১৩৪), তাবারানি (আল মু'জামুল কাবীর, হাদীস ৯৭৩০) ও দারাকুতনি (আস সুনান ৩/১৭৩-১৭৪) সুফিয়ান সাওরির সূত্রে মানসুর থেকে ইবরাহীম নাখয়ি থেকে । এই মাওকুফ বর্ননায় তাবিয়ি নাখায় ও ইবন মাসউদের মাঝে বিচ্ছিন্নতা থাকলেও সনদ সহীহ। কেননা ইবন মাসউদ থেকে বর্ণনার ক্ষেত্রে ইবরাহীম নাখয়ির রীতি হচ্ছে, তিনি একজন উস্তাদের মাধ্যমে বর্ণনা করলে তার নাম উল্লেখ আর একাধিক উস্তাদের মাধ্যমে বর্ণনা করলে ইরসাল করেন। দেখুন: দারাকুতনি, আস সুনান ৪/২২৫ যাইলায়ি, নাসবুর রায়াহ ৪/৩৫৭-৩৬১; আলবানি, সিলসিলাহ যয়ীফাহ ৯/২৪-২৫; মুসনাদ আহমাদে ৪৩০৩ নং হাদীসে শুআইব আরনাউতকৃত টীকা। -সম্পাদক]
