ফিকহুস সুনান ওয়াল আসার
৪০. অপরাধ ও সাজার অধ্যায়
হাদীস নং: ২৪৭৮
প্রায়-ইচ্ছাকৃত হত্যার দিয়াত ও অঙ্গহানি ও অন্যান্য আঘাতের দিয়াত
(২৪৭৮) আব্দুল্লাহ ইবন মাসউদ রা. বলেন, শিবহুল আমাদ বা প্রায় ইচ্ছাকৃত হত্যার দিয়াত তিনবছর বয়স্ক উটনী পঁচিশটি, চারবছর বয়স্ক উটনী পঁচিশটি, দুইবছর বয়স্ক উটনী পঁচিশটি ও একবছর বয়স্ক উটনী পঁচিশটি।
عن عبد الله رضي الله عنه قال: (في) شبه العمد خمس وعشرون حقة وخمس وعشرون جذعة وخمس وعشرون بنات لبون وخمس وعشرون بنات مخاض.
